মা ইলিশ রক্ষায় পোড়ানো হলো ৩০ হাজার মিটার কারেন্ট জাল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন।
শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার একটি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অভিযানে নেতৃত্ব দেন আড়াইহাজার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার। উপস্থিত ছিলেন সহকারী কর্মচারী আমিনুল ইসলাম ও স্থানীয় প্রশাসনের সদস্যরা।
বিজ্ঞাপন
সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার বলেন, ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
মীমরাজ হোসেন/এমজে