সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়াও শনিবার (১৯ জুন) নতুন করে আরও ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। 

শনিবার (১৯ জুন) বিকেল ৫টা পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কালিগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের রিজিয়া বেগম (৫২), কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের দেব কুমার (৪৫), আলাইপুর গ্রামের আছিয়া বেগম (৬০), তালা উপজেলার উথালী গ্রামের হায়দার আলী (৬০), শ্যামনগর উপজেলার শংকরকাটি গ্রামের মরিয়ম বেগম (৪৮), সাতক্ষীরা সদরের ধূলিহর গ্রামের মমেনা বেগম (৬০), ধূলিহর গ্রামের মোসলেমা খাতুন (৩০), ব্যাংদহ গ্রামের গণেশ ঠাকুর (৭০) ও যশোরের কেশবপুর উপজেলার আতন্দা গ্রামের আব্দুল ওহাব (৮০)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, বর্তমানে হাসপাতালে ২১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৩০ জন করোনা পজিটিভ আর বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মমেনা বেগম নামে একজন করোনা পজিটিভ ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়াও শনিবার ২৮ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

আকরামুল ইসলাম/আরএআর