বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএ) রাঙামাটি অঞ্চলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাঙামাটির চম্পকনগরে রাঙা ক্যাফেতে এ সভার আয়োজন করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন বিএফএ রাঙামাটি অঞ্চলের সভাপতি মো. নুরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আমিরুল হাছান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য সচিব খাঁন জুলফিকার আলী, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ও নাজমুল হাসান এবং কেন্দ্রীয় নেতা নূরে আলম হাফিজ। উপস্থিত সকলেই সদস্যদের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন। 

বিএফএর কেন্দ্রীয় আহ্বায়ক আমিরুল হাছান বলেন, ভালো মন্দ নিয়েই দুনিয়াতে চলতে হবে। তাই কারো প্ররোচনায় যেন না পড়ি আমরা। ন‍্যয়সঙ্গত অধিকারের জন‍্যে সবাইকে ঐক‍্যের মাঝে থাকার আহ্বান জানান তিনি। 

আমিরুল হাছান বলেন, বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশনের কার্যক্রম মাঠপর্যায়ে আরও শক্তিশালী ও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 

সভায় রাঙামাটি অঞ্চলের উপদেষ্টা মো. মিজানুর রহমান, বাবুরাম চাকমা, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, কেন্দ্রীয় নেতা রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন মো. জাফরউল্লাহ। শেষে শহীদ ফরেস্টার সাজ্জাদ ইউসুফের জন‍্য এক মিনিট নীরবতা পালন এবং দোয়া করা হয়। 

আরএআর