টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন মারা গেছেন
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হামিদুল হক মোহন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এর আগে বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেওলী এলাকায় নির্বাচনী জনসভায় বক্তব্য শেষ করে এলাসিনে অপর একটি প্রচারণায় যোগ দিতে যাচ্ছিলেন মোহন। পরে সেখানে যাওয়ার পথে গাড়িতে হার্ট অ্যাটাক করলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস বলেন, হামিদুল হক মোহন এবার দেলদুয়ার-নাগরপুর আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। যার কারণে বিভিন্ন জায়গায় জনসংযোগ করছিলেন কয়েক দিন যাবৎ। তার ধারাবাহিকতায় আজ দেলদুয়ার উপজেলার দেওলী এলাকায় নির্বাচনী জনসভা শেষ করেন। এলাসিন এলাকায় অপর একটি প্রচারণায় অংশ নেওয়ার জন্য যাওয়ার পথে তিনি হার্ট অ্যাটাক করেন।
হাসপাতালের মেডিসিন বিভাগে দায়িত্বে থাকা ডা. মাহমুদুল আলম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
হামিদুল হক মোহন ৮ আগস্ট ১৯৫২ সালে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার মঙ্গলহোড় গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শুরু টাঙ্গাইল শহরে, পরে বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় ও জামুর্কী নবাব স্যার আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। এসএসসি (১৯৬৫), এইচএসসি (১৯৬৬) ও স্নাতক (১৯৬৮) সম্পন্ন করেন সা’দত কলেজ থেকে।
তিনি টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে টানা ১৭ বছর দায়িত্ব পালন করেন।
আরিফুল ইসলাম/এসএসএইচ