‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভা।

এর আগে সকাল ১০টায় জেলা শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জয়পুরহাট সার্কেলের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী।

বক্তব্যে ডিসি আফরোজা আকতার চৌধুরী বলেন, আমরা র‍্যালি করে আসছি, আর আমাদের সামনে দিয়েই মানুষ ট্রাফিক আইন ভাঙছে। আমরা একে অপরকে দোষ দিচ্ছি, কিন্তু এতে কোনো লাভ নেই। দেশ আপনার, নিরাপত্তাও আপনার, পরিবার ও সমাজের দায়িত্বও আপনার। তাই নিজেকেই সচেতন হতে হবে। সড়কে চলাচলের সময় নিজের নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে। এই দায়িত্ব আমাদের সবার।

তিনি আরও বলেন, নিরাপদ সড়ক দিবস হোক সর্বজনীন ও সফল। এ বছর যতো দুর্ঘটনা, যতো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যতো প্রাণহানি ঘটেছে আশা করি আগামী বছরগুলোতে সেই চিত্র যেন দেখতে না হয়।

সভাটি সঞ্চালনা করেন জয়পুরহাট বিআরটিএ অফিসের মোটরযান পরিদর্শক রাম কৃষ্ণ পোদ্দার। এতে আরও বক্তব্য রাখেন, জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাজস খান, ট্রাফিক বিভাগের পরিদর্শক মো. জামিরুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি গোলাম মুর্তজা শিপলু এবং নিরাপদ সড়ক চাই সংগঠনের জেলা কমিটির সভাপতি নূর আলম।

চম্পক কুমার/এআরবি