টেকনাফে সৈকতে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া উপকূল থেকে রিয়াজ উদ্দিন (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাহারছড়া সমুদ্রের কচ্ছপিয়া ফিনিস ভাঙা ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রিয়াজ উদ্দিন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া গ্রামের মৃত মোহাম্মদ হাসানের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় জেলেরা জানান, বুধবার দুপুরে রিয়াজ উদ্দিন মাছ ধরতে গিয়ে সাগরে নিখোঁজ হন। পরের দিন ভোরে সমুদ্রের তীরে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্বজন ও স্থানীয় জেলেরা মিলে মরদেহটি উদ্ধার করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস বিকেলে ঢাকা পোস্টকে বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরতে গিয়ে সাগরের ঢেউয়ে পড়ে তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ইফতিয়াজ নুর নিশান/এআরবি