‎বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ২টা থেকে ৪টার মধ্যে কয়েক দফায় সংঘর্ষে থমথমে হয়ে ওঠে পুরো এলাকা।

‎স্থানীয়রা জানান, চেলোপাড়ার নারুলী ও সান্ধার পট্টি এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে মাদক ও আধিপত্য নিয়ে উত্তেজনা চলছিল। বিকেলে বটতলা মোড়ে প্রতিপক্ষের তিন যুবককে কুপিয়ে আহত করে নারুলী এলাকার কয়েকজন। গুরুতর আহত অবস্থায় তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

‎আহতরা হলেন- রবিন (২৫), পিচ্চি মিয়া (২২) ও আশরাফ আলী (২৮) সকলেই উত্তর চেলোপাড়ার বাসিন্দা। এরপর আহতদের মৃত্যু হয়েছে, এমন গুজব ছড়িয়ে পড়লে উত্তেজনা চরমে পৌঁছে। ক্ষুব্ধ হয়ে সান্ধার পট্টির শতাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নারুলী এলাকায় হামলা চালায়। এ সময় অন্তত ২০টি বাড়িঘরে ভাঙচুর ও চারটি বাড়ির ১০টিরও বেশি কক্ষ পুড়িয়ে দেওয়া হয়।

‎খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

‎ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মোছা, হেলেনা খাতুন  জানান, হঠাৎ করেই একদল সন্ত্রাসী এসে আমার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। একটা জিনিস ও বের করতে পারিনি। চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেল।

‎বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আগুন নিয়ন্ত্রণে আনতে এক ঘণ্টারও বেশি সময় লাগে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।


‎অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও ডিবির পাশাপাশি সেনা টহলও জোরদার করা হয়েছে।

‎বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, এলাকা এখন শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্তে অভিযান চলছে। কেউই ছাড় পাবে না।

‎এআরবি