পদ্মা নদী থেকে নির্গত হচ্ছে গ্যাস, জ্বলন্ত কাঠি ধরতেই জ্বলে উঠছে আগুন
রাজশাহীতে পদ্মা নদীতে বিভিন্নস্থানে গ্যাসের বুদবুদ দেখা গেছে। বুদবুদগুলোতে জ্বলন্ত দিয়াশলাইয়ের কাঠি ধরতেই আগুন জ্বলে উঠছে।
গোদাগাড়ীর উপজেলার প্রেমতলী ঠাকুরঘাট এলাকায় এমন বুদবুদ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৯ অক্টোবর) তা দেখতে নদীর পাড়ে ভিড় করেছিলেন উৎসুক মানুষ। তবে নদীর পাড়ে গ্যাস নির্গতের খবরে সেখানে ফায়ার সার্ভিসের একটি দল পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদ। দুপুরে তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা পিয়াস উদ্দিন বলেন, নদীর পানি কমে গেছে। গেল মঙ্গলবার এলাকার লোকজন এই বুদবুদ খেয়াল করেন। তারপর থেকেই উৎসুক মানুষের ভিড় লেগে আছে। গভীর রাত পর্যন্ত লোকজন আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি দেখেছেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের গোদাগাড়ী স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা জমির উদ্দিন বলেন, নদী পাড়ে অসংখ্য বুদবুদ বের হচ্ছে। কোনো এমন হচ্ছে সঠিক জানা যাচ্ছে না। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তারা এসে দেখবেন।
বিজ্ঞাপন
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদ বলেন, ফায়ার সার্ভিসকে পাঠানো হয়েছিল। সেখানে গ্যাসের উপস্থিতি আছে কি না, তা জানতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এসে বিষয়টি দেখবেন।
শাহিনুল আশিক/আরকে