ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রমজান আলী (৫০) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি গৌরীপুর উপজেলার বোকাইনগর এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। এ নিয়ে চলতি বছরে মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১২ জন রোগীর মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ডা. ফয়সাল রাহাত ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত রমজান আলী গত ২৮ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের করোনা ওয়ার্ড ভর্তি হওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান। এছাড়া বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৭১ জন রোগী। এর মধ্যে পুরুষ ৫৭ জন, নারী ১২ জন এবং ২ জন শিশু রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৯ জন রোগী মমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন।  

মমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. মাইন উদ্দিন বলেন, ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ডে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, সেখানে পর্যাপ্ত চিকিৎসক কর্মরত আছে। তবে বিগত সময়ে ঢাকাসহ বাইরের জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীরা এই হাসপাতালে আসলেও বর্তমানে স্থানীয়ভাবে প্রায় প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

আমান উল্লাহ আকন্দ/আরকে