মুন্সীগঞ্জে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত আটক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় নাদিম (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (২ নভেম্বর) অভিযান পরিচালনা করে অভিযুক্ত নাদিমকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। নাদিম মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার রাউৎভোগ গ্রামের নুরুল হক ছৈয়ালের ছেলে।
বিজ্ঞাপন
জানা গেছে, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরকুকরী গ্রামের ভুক্তভোগী (২০) এর স্বামীর সঙ্গে দাম্পত্য কলহ হলে তিনি গত দুই মাস যাবত টঙ্গীবাড়ি উপজেলার বড়লিয়া গ্রামে মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এর মধ্যে ভুক্তভোগীর সঙ্গে অভিযুক্ত মো. নাদিমের পরিচয় হয়। পরে অভিযুক্ত নাদিম বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে। তারা গত ২৫ অক্টোবর থেকে স্বামী স্ত্রী পরিচেয়ে টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের মধ্য পাইকপাড়া গ্রামের রালবাড়ী ব্রিজ সংলগ্ন মুন্সীবাড়ির শুভর বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন। পরে ভুক্তভোগী নাদিমকে বিবাহ করার কথা বললে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা সেকেন্ড অফিসার এসআই রবিউল ইসলাম বলেন, বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত অভিযুক্ত এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেছিল। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
ব. ম শামীম/এমএন