মালদ্বীপে ল্যান্ডিং ক্র্যাফট উল্টে বাংলাদেশি যুবকের মৃত্যু
মালদ্বীপে ল্যান্ডিং ক্র্যাফট উল্টে মো. মাসুদ হোসেন (৩২) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২ নভেম্বর) দুপুরে মালদ্বীপের রাজধানী মালে এলাকায় এমপিএল বন্দরে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া মাসুদ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের মসজিদ বাড়ির সুফিয়া বেগমের ছেলে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান একেএম মজিবুর রহমান।
বিজ্ঞাপন
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে এমপিএল বন্দরের একটি জাহাজের ল্যান্ডিং ক্র্যাফটে কাজ করছিলেন মাসুদ'সহ কয়েকজন শ্রমিক। কাজ করা অবস্থায় ল্যান্ডিং ক্র্যাফটি হঠাৎ করে উল্টে যায়। তাৎক্ষণিক অন্য শ্রমিকেরা সাঁতরে দাঁড়িয়ে থাকা জাহাজে উঠতে সক্ষম হলেও ক্র্যাফটের নিচে আটকে পড়ে মাসুদ এবং পানিতে ডুবে মারা যায়। মালদ্বীপে কর্মরত হাজীগঞ্জের আব্দুল কাদের বলেন, রোববার দুপুরে জাহাজে কাজ করা অবস্থায় ল্যান্ডিং ক্র্যাফট উল্টে মাসুদ মারা গেছে।
নিহত মাসুদের স্বজন ইয়াছিন আরাফাত জানান, ছোট বেলায় মাসুদের বাবা সোলেমান নিখোঁজ হন। আজ পর্যন্ত তার খোঁজ-খবর নেই। মা সুফিয়া বেগম তার বাবার বাড়িতে এসে অনেক কষ্ট করে মাসুদকে লালন-পালন করেন। ধার-দেনা করে ছয় বছর পূর্বে মাসুদ মালদ্বীপে যান। এরপর সকল ঋণ পরিশোধ করে জায়গা (ভূমি) কিনে বাড়ি করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, এ বছরের প্রথম দিকে বাড়িতে এসে বিয়ে করেছে মাসুদ। তার বিয়ের মাত্র ৮/৯ মাস চলছে। এ মাসেই (নভেম্বর) ছুটি নিয়ে বাড়িতে আসার কথা ছিল। কিন্তু গতকাল (রোববার) বিকেলে তার মৃত্যুর খবর পাই।
নিহতের মা সুফিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, সুখের দিনে আমার বোন তার ছেলে হারালো। কে দেখবে আমার বোন ও ভাগিনা বউমাকে?
হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান একেএম মজিবুর রহমান জানান, আজকে (সোমবার) তার স্বজনরা পরিষদে এসেছেন। আমার যা যা করণীয় তা করে দিয়েছি।
আনোয়ারুল হক/এমএএস