আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। এতে ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ৯টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও স্থগিত রাখা হয়েছে ২টি আসন। তবে ৯টি আসনে মনোনয়ন ঘোষণার খবরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও আতশবাজিতে উৎসব করছেন কর্মী সমর্থক ও অনুসারীরা।    

সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ৯টি আসনের প্রার্থীদের নাম ঘোষণার পর এই আনন্দ উৎসবের সৃষ্টি হয়।

এই ৯টি আসনের দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন, ময়মনসিংহ- ৫ (মুক্তাগাছা) আসনে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে উপজেলা বিএনপির আহবায়ক ও শেলে বাংলা একেএম ফজলুল হকের নাতনি জামাই আখতারুল আলম ফারুক, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ- ৮ (ঈশ্বরগঞ্জ) আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিবিসির সাবেক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী  এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) দেশের শিল্পাঞ্চল হিসাবে খ্যাত এই আসনটিতে মনোনয়ন পেয়েছেন আলোচিত বিএনপি নেতা ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু।

এদিকে মনোনয়ন ঘোষণার খবরে জেলা ৮টি উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেলেও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীরা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরনের পক্ষে স্লোগান দেয় এবং ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবি জানায়। 

বিক্ষোভ মিছিলের সত্যতা নিশ্চিত করে পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস বলেন, অবিলম্বে গৌরীপুর আসনের প্রার্থিতা বদল করতে হবে। অন্যথায় আগামীকাল থেকে লাগাতার আন্দোলনসহ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এবিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করেও উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরনের বক্তব্য জানা যায়নি।

তবে মনোনয়ন ঘোষণার খবরে মহান আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করেছেন পবিত্র মক্কায় ওমরা করতে যাওয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আজ সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দলীয় সিদ্ধান্তে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী নির্বাচনের সকল ধরনের বিভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

আমান উল্লাহ আকন্দ/আরকে