চালকসহ নিহত ৬
চাকা নষ্ট হয়ে ট্রাকের সামনে পড়ে অটোরিকশাটি
নিহত অটোরিকশাচালক শাহ আলম খোকন
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় চালকসহ ছয়জন নিহতের ঘটনায় চালকের পরিচয় মিলেছে। তিনি জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালক শাহ আলম খোকন কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের চৌধুরী পাড়ার মৃত খুরশীদ আলমের ছেলে।
বিজ্ঞাপন
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. টিপু সুলতান ঢাকা পোস্টকে বলেন, মাইজদী থেকে তিনজন নারী যাত্রী ও দুইজন পুরুষ যাত্রী নিয়ে বসুরহাট বাজারে যাচ্ছিলেন অটোরিকশাচালক শাহ আলম খোকন। কবিরহাট বাজার অতিক্রমের পর তার অটোরিকশার সামনে চাকা নষ্ট হয়ে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সামনে চলে যায়। মুখোমুখি সংঘর্ষ হয় এবং ট্রাকের নিচে চলে যায় অটোরিকশা। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউল হক জিয়া ঢাকা পোস্টকে বলেন, অটোরিকশাচালক শাহ আলম খোকন ভাই শ্রমিক কল্যাণ ফেডারেশনের একনিষ্ঠ কর্মী ছিলেন। উনি চালক হিসেবে ভালো। সম্ভবত চাকা নষ্ট হয়ে যাওয়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
বিজ্ঞাপন
কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া ঢাকা পোস্টকে বলেন, চালকসহ মোট ছয়জন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এরপর হাসপাতালে তিনজন মারা যান। ঘটনার পরপর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। গাড়ি দুটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ট্রাকচালককে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
হাসিব আল আমিন/আরএআর