সাইকেল নিয়ে যুবকের ৬৪ জেলা ভ্রমণ
রাজবাড়ীর সাইক্লিস্ট তরিকুল ইসলাম তোরাপ (২৫) এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বাইসাইকেল চালিয়ে বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমণ সম্পন্ন করেছেন।
তোরাপ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গঙ্গাপ্রসাদপুর কলেরবাজার এলাকার আব্দুর রশিদ মণ্ডলের ছেলে। তিনি বর্তমানে রং মিস্ত্রির কাজ করেন।
বিজ্ঞাপন
জানা গেছে, ‘মাদক ছাড়লে বাড়ে বল, সাইকেল নিয়ে ঘুরতে চল’ এই স্লোগানকে সামনে রেখে গত ১ অক্টোবর তোরাপ তার যাত্রা শুরু করেন রাজবাড়ী থেকে। ৩৫ দিনব্যাপী এই অভিযানে তোরাপ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছুটে বেড়িয়েছেন দুই চাকার এই পরিবেশবান্ধব বাহনে। ৬৩তম জেলা হিসেবে তিনি পৌঁছান ফরিদপুরে, আর শেষ গন্তব্য ছিল তার নিজের জেলা রাজবাড়ী। ভ্রমণ শেষে সন্ধ্যায় রাজবাড়ী পৌঁছান তিনি।
বিজ্ঞাপন
ভ্রমন শেষে তোরাপ বলেন, আমার লক্ষ্য ছিল যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে সাইক্লিংয়ের মাধ্যমে সুস্থ জীবনের বার্তা দেওয়া। আমি চাই সবাই সাইক্লিংকে জীবনের অংশ করে নিক। এটা শুধু ব্যায়াম নয়, এটা এক ধরনের সচেতনতা।
তিনি আরও বলেন, আমার নিজের জেলা থেকেই শুরু, এখানেই শেষ। কিন্তু মাদকবিরোধী এই যাত্রা চলবে সারাজীবন।
সাইকেল লাভার রাজবাড়ী গ্রুপের এডমিন আলামিন বিশ্বাস বলেন, তোরাপ আমাদের গ্রুপের একজন সক্রিয় সদস্য। তার ইচ্ছা ছিল সাইকেল চালিয়ে দেশের ৬৪ ভ্রমণ করবে। সেই ইচ্ছা তার পূরণ হয়েছে। আমরা তাকে সার্বিক সহযোগিতা করেছি।
এই অভিযানের স্পন্সর হিসেবে ছিল 'সাইকেল লাভার রাজবাড়ী' গ্রুপ ও রাইড পার্টনার হিসেবে সহযোগিতা করেছে 'গিয়ার মাস্টার'।
যাত্রাপথে তোরাপ বিভিন্ন জেলা শহরে তরুণদের সঙ্গে সাইক্লিং ও সচেতনতা কর্মসূচিতে অংশ নেন। তার এই উদ্যোগ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে