মণিরামপুরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দম্পতি নিহত
যশোরের মণিরামপুরে শ্যালো ইঞ্জিনচালিত পাওয়ার ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার ঝিকরগাছা-মণিরামপুর সড়কের বাকোশপোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মণিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের রণজিত কুমার দাস (৪৯) ও তার স্ত্রী পাপিয়া দাস (৪০)। রণজিত মনিরামপুর উপজেলার বাজিতপুর শহীদ বীর মুক্তিযোদ্ধা এ.আর মহিলা কলেজের প্রভাষক ছিলেন। আর তার স্ত্রী পাপিয়া দাস একই উপজেলার জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরে মেকানিক পদে কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিবেশী ও সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রণজিত ও পাপিয়া মোটরসাইকেলে করে মণিরামপুর বাজার থেকে রোহিতার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে বাকোশপোল বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মনিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, দুর্ঘটনার পর পাওয়ার ট্রলির চালক পালিয়ে গেছেন। ট্রলিটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
রেজওয়ান বাপ্পী/এআরবি