নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহে গিয়ে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের নেতা শাহাদাত হোসেনের (৬৮) হামলায় আহত তিন সাংবাদিক। এ ঘটনায় অভিযুক্ত নেতাকে আটক করেছে পলিশ।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে ফতুল্লার গিরিধারা বাউবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন— জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. আকাশ (২৩), স্টার নিউজের ক্যামেরাম্যান আব্দুল্লাহ আল মামুন (৩৭) এবং স্থানীয় অনলাইন নিউজ নারায়ণগঞ্জের প্রতিবেদক আয়াজ রেজা (৩৩)। তারা চিকিৎসা নিয়েছেন নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে।

আহত আকাশ বলেন, আমরা এলাকায় জমি দখল নিয়ে সংবাদ সংগ্রহে গিয়েছিলাম। এ সময় শাহাদাত হোসেন আমাদের ওপর হামলা করেন। তিনি কৃষক দলের নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক।

তিনি আরও বলেন, আমাদের মারধর করা হয়, কক্ষে আটকে রাখা হয় এবং ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

জানা গেছে, শাহাদাত হোসেন হলেন স্থানীয় কৃষকদলে যুগ্ম আহ্বায়ক ও অ্যাডভোকেট আতায়ে রাব্বির বাবা। আতায়ে রাব্বি বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নগর শাখার সাবেক সহ-সভাপতি।

সাবেক ছাত্রনেতা আতায়ে রাব্বি বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমাদের জমি নিয়ে একটি পরিবারের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। কিছু সাংবাদিক আমার মায়ের বক্তব্য ভিডিও করছিলেন। আমার বাবা তাদের আগে কথা বলতে অনুরোধ করেন, কিন্তু তারা তা না করে ভিডিও করতে থাকেন। এতে তিনি ক্ষুব্ধ হয়ে পড়েন।

তিনি আরও বলেন, আগেও কিছু সাংবাদিক আওয়ামী লীগপন্থিদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছেন। আমি ঘটনাস্থলে ছিলাম না, থাকলে এমন ঘটনা ঘটত না। আমার বাবা রাগের বশে কাজটি করেছেন, এতে আমরা লজ্জিত।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, আহত সাংবাদিকরা সংবাদ সংগ্রহের কাজে সেখানে গিয়েছিলেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মেহেদী হাসান সৈকত/এমএন