রাজবাড়ীর কালুখালী উপজেলার কৃষ্ণনগর গ্রামে বিষাক্ত রাসেলস ভাইপারের কামড়ে বাদশা শেখ (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে নিজ বাড়ির পাশে কচুরিপানা পরিষ্কার করার সময় সাপটি তাকে কামড় দেয়।

নিহত বাদশা শেখ কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মনির উদ্দিন শেখের ছেলে। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেকে রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে বাদশা শেখ বাড়ির পাশের একটি ডোবার কচুরিপানা পরিষ্কার করতে নামেন। এ সময় হঠাৎ একটি বিষধর রাসেলস ভাইপার সাপ তাকে কামড়ে দেয়। এরপর বাদশা শেখ নিজেই নিকটস্থ এক কবিরাজের কাছে যান। সেখানে তিনি অচেতন হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন বলেন, আমার ইউনিয়নের বাদশা শেখ নামের এক ব্যক্তি সাপে কামড়ে মারা গেছেন। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে। নিহত বাদশা ছিলেন একজন পরিশ্রমী ও সদালাপী মানুষ।

মীর সামসুজ্জামান সৌরভ/এআরবি