ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরের পানিতে ডুবে আদনান (৫) ও তাকরিম (৩) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কুট্টাপাড়া উত্তর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. তাকরিম কুট্টাপাড়া উত্তর এলাকার আক্তার হোসেনের ছেলে এবং মো. আদনান একই উপজেলার উচালিয়াপাড়া গ্রামের মো. আরাফাত মিয়ার ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে আদনান নানার বাড়ি কুট্টাপাড়া উত্তর এলাকায় বেড়াতে আসে। শনিবার সকালে সে মামাতো ভাই তাকরিমের সঙ্গে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত দুজনেই পুকুরের পানিতে পড়ে যায়।

দীর্ঘ সময় তাদের দেখা না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুরে স্থানীয়রা পুকুরে দুই শিশুর নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

মাজহারুল করিম অভি/আরএআর