রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুলের শ্বশুরবাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

শনিবার (৮ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে। একই রাতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহানের দিঘীতে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। 

জানা গেছে, শনিবার গভীর রাতে বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের শান্তিপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সামাদের বাড়ির সামনে এ বিস্ফোরণ ঘটে। মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাড়ির বেলকুনির কাছে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও বাড়ির দেয়াল ও আশপাশের এলাকায় ক্ষয়ক্ষত হয়।

জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুল বলেন, আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম। রাজনীতি হবে মানুষের কল্যাণে। বোমা মেরে রাজনীতি হয় না। আমার শ্বশুরবাড়িতে বোমা হামলা ন্যাক্কারজনক। 

অপরদিকে, শনিবার রাতের কোনো এক সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহানের দুবিলার বিলে লিজ নেওয়া ৫০ বিঘা আয়তনের একটি পুকুরে অজ্ঞাত দুষ্কৃতকারীরা বিষ প্রয়োগ করে। এতে প্রায় দেড় কোটি টাকার মাছ মারা গেছে বলে অভিযোগ করেন তিনি।

সকালে পুকুরপাড়ে গিয়ে দেখা যায়, বড় বড় মাছ পানিতে ভেসে উঠেছে। অনেক মাছ সাধারণ মানুষ নিয়ে গেছে। পানি ঠান্ডা ও বিষের প্রভাবে অনেক মাছ তলিয়ে গেছে, যেগুলো এক-দুই দিনের মধ্যে পচে ভেসে উঠবে বলে জানান এলাকাবাসী।

আবদুস সোবহান বলেন, রাতে দুষ্কৃতকারীরা পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। মাছ ভেসে উঠতে দেখে রাতে পাহারাদার খবর দিলে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। সকাল থেকে মৃত মাছের সংখ্যা আরও বাড়ছে।

বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শাহিনুল আশিক/আরকে