ইজিবাইকে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
খুলনায় ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে সুরাইয়া নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) সকালে মহানগরীর বয়রা বাজার শেরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত সুরাইয়া যশোরের অভয়নগর উপজেলার হিতিয়া এলাকার মো. আতিয়ার মোল্লার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে অভয়নগর থেকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন সুরাইয়া। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে চলন্ত ইজিবাইকের মোটরের সঙ্গে তার গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। কিছুক্ষণ পর তিনি ইজিবাইক থেকে পড়ে গলায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মোহাম্মদ মিলন/এআরবি
বিজ্ঞাপন