জামালপুরে ১১ বছরের এক শিশুকে অপরণের দায়ে সুজন মিয়া (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। গত ২০২২ সালের ডিসেম্বর মাসের দিকে ভুক্তভোগীর মা বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি সুজন মিয়া শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চরকোড়ালতলী এলাকার সিরাজ বাঘার ছেলে। এছাড়া অপহরণকারী সুজন মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদলাত। জরিমানার টাকা ভুক্তোভোগী পাবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। তবে আসামি সুজন মিয়া পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের দিকে জামালপুর শহরের ফিশারীজ মোড় এলাকা থেকে ১১ বছরের এক নারী শিশুকে অপহরণ করে নিয়ে বিয়ে করে শরিয়তপুর জেলার ভেদরগঞ্জের সুজন মিয়া নামে এক যুবক। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর মা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সুজন মিয়ার বাড়ি থেকে ওই শিশুকে উদ্ধার করে। মামলায় ৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি সুজন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোবারক হোসেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক বলেন, বিজ্ঞ আদালতের রায়ে আমরা সন্তষ্ট। আসামি পলাতক রয়েছে তাই রায়ে বলা হয়েছে, যে দিন আসামি পুলিশ কর্তৃক গ্রেপ্তার হবে অথবা আত্মসমর্পন করবে ওই দিন থেকে সাজা কার্যকর হবে।

মুত্তাছিম বিল্লাহ/আরকে