ভোলার চরফ্যাশন উপজেলায় ধানক্ষেতে বসানো বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদে মো. জুবায়েদ (১৬) ও মো. জিহান (১৫) নামে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এক সঙ্গে দুই বন্ধুর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো উপজেলায়।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ওমরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলীগাঁ গ্রামের মেইন রাস্তার পাশে জনৈক তৈয়ব মাস্টারের বাড়ির সামনের একটি ধানক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুবায়েদ ওমরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলীগাঁ গ্রামের মো. রিয়াজের ছেলে এবং জিহান একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. ফরিদের ছেলে। তারা দুজনই স্থানীয় দুটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে দুই বন্ধু বাড়ি ফিরছিল। পথিমধ্যে দুষ্টামির ছলে তারা স্থানীয় জাহাঙ্গীর মহাজনের ধানক্ষেতের ভেতর দিয়ে দৌড় দিলে সেখানে ইঁদুর মারার জন্য বসানো বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খাইরুল ইসলাম/এআরবি