কুষ্টিয়া-২ আসনে শহিদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে উপজেলা বিএনপি।
সোমবার বিকেল থেকে সন্ধ্যো পর্যন্ত ভেড়ামারা-মিরপুর উপজেলা ও পৌর শাখা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে কুষ্টিয়া বাইপাস মোড় থেকে ভেড়ামারা লালনশাহ সেতু পর্যন্ত এই বিশাল মানববন্ধনে হাজার হাজার নারী পুরুষ অংশ নেয়।
এসময় আন্দোলনকারীরা কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মনোনয়নটি পুণর্বিবেচনা করে ত্যাগী পরিক্ষিত নির্যাতিত নেতা অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দিতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানান।
বিজ্ঞাপন
ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম বলেন, আওয়ামী লীগের নানা হয়রানি, হামলা-মামলা মোকাবেলা করে আমরা টিকে আছি। আমাদের পাশে সব সময় সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলামকে পাশে পেয়েছি। আজ হঠাৎ করেই অন্যজনকে মনোনয়ন দেবে তা আমাদের মানতে কষ্ট হচ্ছে। আমাদের দলের হাইকমান্ডের ওপর ভরসা আছে। জননেতা তারেক রহমানের ওপর ভরসা আছে। আমরা চাই তিনি আবারও আমাদের কুষ্টিয়া-২ আসনের মনোনয়ন বিবেচনা করে অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দিক। আমরা তার সাথে কাজ করতে চাই। এসময় মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে দলীয় মনোয়নয়ন দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এমএএস