চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকাপোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার মধ্যরাতে স্কুল ইউনিফর্ম পরা অবস্থায় কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তিন ছাত্রকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া তিন স্কুলছাত্র হলো- কর্ণফুলী উপজেলার আবুল কাসেমের ছেলে মনির হোসেন, মোহাম্মদ আলীর ছেলে আকিবুল আলী এবং খান আতাউর হোসেনের ছেলে খান মাহিন। তিনজনেরই বয়স ১৩ বছর। তারা কর্ণফুলীর স্থানীয় আজিম-হাকিম স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। ওইদিন সকালে তারা স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়, কিন্তু ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরিবারের বরাত দিয়ে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, তিন ছাত্র আগে থেকেই ক্লাস ফাঁকি দিয়ে কক্সবাজারে ঘুরতে আসার পরিকল্পনা করেছিল। সেদিন স্কুলে যাওয়ার সময় তাদের একজন বাবার পকেট থেকে ৫ হাজার টাকা নেয় এবং আরেকজন ১ হাজার টাকা নেয় বলে পরিবার জানিয়েছে।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ে তারা বাড়ি না ফেরায় অভিভাবকরা খোঁজাখুঁজি শুরু করেন ও থানায় জিডি করেন। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ সৈকত এলাকায় তল্লাশি চালায় এবং পরে সুগন্ধা পয়েন্ট থেকে তিন ছাত্রকে উদ্ধার করে পরিবারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করে।

আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, ওই তিন ছাত্র সেদিন স্কুলে আসেনি। পরে জানতে পারি, তারা বাসা থেকে টাকা নিয়ে কক্সবাজারে চলে গিয়েছিল। পুলিশের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়েছে।

ইফতিয়াজ নুর নিশান/এআরবি