ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম।

তিনি ঢাকা পোস্টকে জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বাসে আগুন দেওয়ার ঘটনায় ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আশা করছি জড়িত অন্যরাও দ্রুত গ্রেপ্তার হবে।

এর আগে সোমবার (১০ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ভালুকজান এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মী মাস্ক পরা অবস্থায় পেট্রোল ঢেলে বাসে আগুন ধরিয়ে পালিয়ে যান। এতে বাসটিতে ঘুমন্ত অবস্থায় পুড়ে অঙ্গার হয়ে যান চালক জুলহাস মিয়া (৩৫)। তিনি স্থানীয় কৈয়ারচালা গ্রামের বাসিন্দা মো. সাজু মিয়ার ছেলে।  
 
এদিকে গতকাল (১১ নভেম্বর) রাতে বাসে আগুন দিয়ে চালক জুলহাস মিয়া হত্যার ঘটনায় নিহতের বোন মোছা. ময়না আক্তার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেছেন।

ফুলবাড়ীয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত একজন গ্রেপ্তার হয়েছে। বাকিদের গ্রেপ্তার অভিযান চলছে।

আমান উল্লাহ আকন্দ/আরএআর