করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে নাটোর জেলা পুলিশ। ফোন করলেই বিনামূল্যে ১০ মিনিটের মধ্যে করোনা রোগীদের ঘরে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে। 

বুধবার (২২ জুন) দুপুরে শহরের বড় হরিশপুর এলাকায় জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে অক্সিজেন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন।

জানা গেছে, নাটোর পৌর এলাকার যেকোনো মানুষ ফোন করলেই ১০ মিনিটের মধ্যে বিনামূল্যের অক্সিজেন বাসায় পৌঁছে যাবে। করোনা মহামারিসহ সার্বিক প্রয়োজনে সম্মুখযোদ্ধা হিসেবে পুলিশ সদস্যদের পাশাপাশি যেকোনো নাগরিকের প্রয়োজনে সরবরাহ নিশ্চিতে এ সেবা চালু করা হলো। ০১৩২০-১২৪৫০৩ এই নম্বরে কল করলেই হাসপাতাল কিংবা বাসায় অক্সিজেন পৌঁছে দেবে নাটোর জেলা পুলিশ।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আব্দুল বাতেন বলেন, পুলিশকে মানবিক পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে। জনসাধারণকে আইনগত সুরক্ষা দেওয়ার পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে চিকিৎসা প্রত্যাশী করোনা রোগীদের সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করবে পুলিশ।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, পুলিশ জনগণের কল্যাণে সব সময় নিয়োজিত। প্রাথমিকভাবে ৬.৮ কিউবিক মিটারের ৩০টি এবং ১.৩৬ কিউবিক মিটারের ২১টিসহ মোট ৫১টি সিলিন্ডার নিয়ে অক্সিজেন ব্যাংকের কার্যক্রম শুরু হলো। জেলা পুলিশের সদস্য ছাড়াও আপাতত নাটোর পৌরসভার মধ্যে যেকোনো রোগী বিনামূল্যে বাড়িতে বসে টেকনিশিয়ানসহ অক্সিজেন সিলিন্ডার পাবেন। মাত্র ১০ মিনিটের মধ্যে আমাদের নিজস্ব পরিবহনে এ সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে।

এ সময় অতিরিক্ত ডিআইজি জয়দেব ভদ্র, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার শরীফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

তাপস কুমার/আরএআর