চট্টগ্রামে আ. লীগের কর্মসূচি প্রতিরোধে যেসব জায়গায় অবস্থান নেবে শিবির
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) লকডাউন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে। তাদের এই কর্মসূচি প্রতিরোধে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার রাতে সংগঠনটির চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ শাখার পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। শিবির নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগের নাশকতামূলক কর্মসূচি ঠেকাতে শান্তিপূর্ণভাবে মাঠে থাকবে তাদের কর্মীরা।
বিজ্ঞাপন
তারা বলেছে— চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে কাপ্তাই রাস্তার মাথা, চকবাজার, বাকলিয়া এক্সেস রোড, চেরাগী পাহাড়, আতুরার ডিপো ও ২ নম্বর গেট এলাকায় অবস্থান নেওয়া হবে।
অন্যদিকে মহানগর দক্ষিণ শাখার কর্মীরা অবস্থান নেবেন কর্নেল হাট, সাগরিকা, নয়াবাজার, বড়পোল, ছোটপোল, ফকিরহাট, সল্টঘোলা ক্রসিং, ফ্রি পোর্ট, সিমেন্ট ক্রসিং, আগ্রাবাদ, দেওয়ানহাট, কদমতলী, নিউমার্কেট, টাইগারপাস, কাটগড়, নিমতলা, বাসস্ট্যান্ড ও ফইল্লাতলী বাজার এলাকায়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অনলাইনে দেশব্যাপী লকডাউন কর্মসূচি ডেকেছে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে। ওই মামলায় আসামি হিসেবে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় এটি প্রথম মামলা, যার রায় ঘোষণার তারিখ প্রকাশের অপেক্ষায় রয়েছে।
এমআর/এমটিআই