কারাগারে ধর্ষণচেষ্টা মামলার ৮০ বছর বয়সী আসামির মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার শাফি শিকদার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (১২ নভেম্বর) বিকেলে শাফি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা কারাগারের সুপার মো. নজরুল ইসলাম বলেন, “আসামি শাফি গত ২ নভেম্বর নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে আসেন। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। বুধবার বিকেলে শ্বাসকষ্টের সমস্যা শুরু হলে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
জেল সুপার আরও বলেন, “ওই বৃদ্ধের মরদেহ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রয়েছে। (আজ) বৃহস্পতিবার সকালে সুরতহাল সম্পন্ন করার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর মরদেহের ময়নাতদন্ত করা হবে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। ইতিমধ্যে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে “
বিজ্ঞাপন
জেল সুপার নজরুল ইসলাম আরও জানান, এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
শাফি শিকদার ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের মৃত রজব আলী শিকদারের ছেলে।
গত ৩১ অক্টোবর সকাল ১০টার দিকে ১০ টাকার লোভ দেখিয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী ওই শিশুটিকে ফুঁসলিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান শাফি শিকদার। এ সময় বাড়িতে কেউ ছিল না। পরে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার দেয়। তার চিৎকার শুনে প্রতিবেশী কয়েক নারী সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। এরপর ঘটনাটি জানাজানি হয়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গত ১ নভেম্বর দুপুরে শাফি শিকদারকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই দিন সন্ধ্যায় ভাঙ্গা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জহির হোসেন/এমটিআই