ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তৎপর পুলিশ, গাড়ি চলাচল কম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি চলছে সারাদেশে। সেই কর্মসূচিকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের তৎপরতা বিস্তৃত করা হয়েছে। তবে জাতীয় এই মহাসড়কে গাড়ি চলাচল কিছুটা কম লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মহাসড়কের কুমিল্লার বিভিন্ন অংশ ঘুরে র্যাব-পুলিশের উপস্থিতি এবং তল্লাশি চৌকি দেখা গেছে। এখন পর্যন্ত অপ্রীতিকর কিছু ঘটেনি দেশের লাইফলাইন এই মহাসড়কে।
বিজ্ঞাপন
হাইওয়ে পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ২৪ ঘণ্টা পুলিশের টহলদল, পেট্রোল টিম, মোবাইল টিমের তৎপরতা চোখে পড়েছে উল্লেখযোগ্যভাবে। প্রতিটি ইউটার্নসহ ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত করে তল্লাশি চৌকি বসানো হয়েছে। কাউকে সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হচ্ছে।
অপরদিকে, লকডাউন কর্মসূচিকে ঘিরে গাড়ির চলাচল স্বাভাবিকের তুলনায় কিছুটা কম রয়েছে। মালবহনকারী যানবাহন ও যাত্রীবাহী বাস চলাচল করছে সীমিত। তবে ব্যক্তিগত গাড়ি একদমই কম। পরিবহন মালিকরা জানিয়েছেন, লকডাউন কর্মসূচিকে ঘিরে সড়কে গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। লকডাউনের প্রভাব তেমন নেই বললেই চলে মহাসড়কে।
বিজ্ঞাপন
কুমিল্লা পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ ঢাকা পোস্টকে বলেন, লকডাউনকে ঘিরে আমাদের মধ্যে কোনো শঙ্কা নেই। প্রতিটি টার্মিনাল থেকেই দূরপাল্লার সকল গাড়ি স্বাভাবিকের মতোই চলাচল করছে।
হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনূর আলম খান ঢাকা পোস্টকে বলেন, মহাসড়কে আমাদের প্রতিটি থানার পুলিশ সতর্ক অবস্থানে আছে। মহাসড়কের পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান ঢাকা পোস্টকে বলেন, কথিত লকডাউনকে ঘিরে আমাদের ২ হাজার ২০০ পুলিশ সদস্য ২৪ ঘণ্টা কাজ করছে। কেউ যদি অপ্রীতিকর কিছু ঘটাতে চায় তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম ঢাকা পোস্টকে বলেন, লকডাউনকে কেন্দ্র করে কুমিল্লায় র্যাবের একাধিক মোবাইল টিম, রিজার্ভ টিম কাজ করছে। কুমিল্লায় এখন পর্যন্ত অপ্রীতিকর কিছুর খবর পাওয়া যায়নি। মানুষের নিরাপত্তায় র্যাব সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
আরিফ আজগর/আরকে