বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ও সৈয়দ আহমদ ডিগ্রি কলেজের মাঝামাঝি নতুনপাড়া সুকান্তপুর এলাকায় রেললাইনের দুটি ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা চালানোর ঘটনা ঘটেছে। সময়মতো তা শনাক্ত হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন।

তিনি জানান, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলে। বৃহস্পতিবার ভোরে রক্ষণাবেক্ষণ দলের সদস্যরা কাজের সময় বিষয়টি দেখতে পান। পরে দ্রুত ফিশপ্লেটগুলো পুনঃস্থাপন করা হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়। ঘটনাটি পরিকল্পিত নাশকতার ইঙ্গিত দিচ্ছে। আমরা এখন বাড়তি সতর্কতা অবলম্বন করছি।

রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনার পর থেকে বগুড়া স্টেশন ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করেছে। টহল বাড়ানো হয়েছে এবং রেলওয়ে পুলিশ নিয়মিত নজরদারি চালাচ্ছে।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম বলেন, আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনো টহল পুলিশ রয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।

আব্দুল মোমিন/আরকে