রংপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মোহাম্মদ এনামুল আহসানকে পদায়ন করা হয়েছে। তিনি মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদ থেকে পদোন্নতি পেয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির এ তথ্য জানানো হয়।

মোহাম্মদ এনামুল আহসান (১৬০৬৩) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব থাকাকালীন অভিযোগ ব্যবস্থাপনা অধিশাখার পাশাপাশি সুশাসন অধিশাখায় (অতিরিক্ত দায়িত্ব) ছিলেন তিনি।

বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালকে জ্বালানি ও খনিজ বিভাগের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি গত বছরের ৯ সেপ্টেম্বর রংপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

বিসিএস ক্যাডারের ২৫তম ব্যাচের মোহাম্মদ রবিউল ফয়সাল। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। সিন্ডিকেট করে চাঁদাবাজিতে সহযোগিতা, নদীকে খাল দেখিয়ে ইজারা দিয়ে অর্থ আত্মসাৎ, ভাষার মাসে জুতা পরে শহীদ মিনারে উঠে মেলা উদ্বোধন, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিক্ষক নিয়োগসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এই ডিসির বিরুদ্ধে।

এ ছাড়া সরকারি অনুষ্ঠানে মুজিববর্ষের তথ্য প্রচার এবং নানা অব্যবস্থাপনা নিয়ে গণমাধ্যমে ব্যাপক সমালোচিত হয়েছেন। ডিসির এমন কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মানুষ।

ফরহাদুজ্জামান ফারুক/এএমকে