কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আগুনে চারটি দোকান পুড়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পাকুন্দিয়া পৌরসভার ডিগ্রি কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সামনে একটি ফুচকার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুচকার দোকান, টাইলসের দোকান, স্টুডিও, হোটেলের পেছন পর্যন্ত আগুন লেগে যায়। এতে ব্যাপক পরিমাণ ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা।

পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হক অপু বলেন, এখানে অনেকগুলো দোকান পুড়েছে। বিদ্যুতের কোনো কিছু থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। আমার মামার টাইলসের দোকান। সঠিক কত টাকার ক্ষতি হয়েছে মামার, সেটা বলতে পারছি না। তবে আনুমানিক ১০-১৫ লাখ টাকা হবে।

পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সারোয়ার হোসেন বলেন, দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন পারছি না, তদন্ত সাপেক্ষে সব বিষয় বলতে পারব।

মোহাম্মদ এনামুল হক হৃদয়/এসএসএইচ