রাঙ্গামাটিতে বন্যহাতির আক্রমণে ২ নারী নিহত
রাঙ্গামাটির কাপ্তাই–আসামবস্তি সড়কে বন্যহাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন দুই নারী। রিজার্ভ ফরেস্টের কামিলাছড়ি বিট এলাকায় রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর এই দুর্ঘটনা ঘটে। এতে দুটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল ভাঙচুরের শিকার হয়।
নিহতরা হলেন—মগবান গোলাছড়ির ঝর্না চাকমা (৭০) ও জীপতলী বড়াদম এলাকার সুবিতা চাকমা।
বিজ্ঞাপন
কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন জানান, সন্ধ্যা নেমে আসার পর ছড়াপাড়া মোড় এলাকায় বন্যহাতির দল হঠাৎ একটি যাত্রীবিহীন সিএনজিকে আক্রমণ করে। প্রাণে বাঁচতে চালক দ্রুত চালিয়ে পালিয়ে যান। খবর পেয়ে বন বিভাগ হাতির দলকে রাস্তা থেকে সরানোর কাজ শুরু করে। এ সময় কামিলাছড়ি ১ নম্বর রোডে আরেকটি দল আরেক সিএনজিতে হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় দুই নারী রাস্তায় পড়ে ছিলেন। বন বিভাগের সদস্যরা তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠান।
রাঙ্গামাটি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বলেন, হাসপাতালে আনার পর ঝর্না চাকমাকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত সুবিতা চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই তিনি মারা যান।
বিজ্ঞাপন
এএমকে