বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ফ্যাসিস্ট ও গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঐতিহাসিক এবং ফ্যসিবাদের বিরুদ্ধে মাইলফলক হিসেবে বিবেচিত হবে। ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর জন্য এই রায় উচিত শিক্ষা। শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্ট স্বৈরাচার। 

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচারণা পূর্ব এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, গণতন্ত্র হত্যা করে জনগণের মালিকানা কেড়ে নিয়ে জীবন-জীবিকা বিপন্ন ও নির্মম নিষ্ঠুর দমন নীপিড়ন করে, গুম হত্যা চালিয়ে শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছিল। গণহত্যাকারী গণশত্রুদের কোনো ক্ষমা নেই। শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দিয়েছিল, তবে গণঅভ্যুত্থানে তার পতনের পর সেই বন্ধ পথ খুলে গেছে।  

নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে প্রিন্স আরও বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা জনগণের কাছে পৌঁছে দিন। ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করুন। গণঅভ্যুত্থানের আকাঙক্ষা ধারণ করে ইতিবাচক রাজনীতির লক্ষ্যে নিজেদের মন মানসিকতার পরিবর্তনে প্রস্তুত হতে হবে। নির্বাচনে বিজয়ী হলেই হবে না, বিজয়ের পর রাষ্ট্রের ও জনগণের ভাগ্য পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে প্রস্তুত হতে হবে। আওয়ামী লীগের মতো লোভ লালসা নয়, ত্যাগ ও সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

পথসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ইউপি চেয়ারম্যান জাকিরুল ইডলাম টোটন, সদস্য সচিব আনসার আলী তুলা প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে এদিন দুপুরে ময়মনসিংহ-১ (ধোবাউড়া-হালুয়াঘাট) আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসন্ন নির্বাচনে তার প্রতি সমর্থন জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে প্রিন্স বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। একই সঙ্গে মুক্তিযুদ্ধকে অম্লান রাখতে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করবে।

আমান উল্লাহ আকন্দ/আরকে