গাইবান্ধায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আলিম (৩৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার ঢাকা–রংপুর মহাসড়কের পান্থাপাড়া উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিম সাপমারা ইউনিয়নের সিনটাজুরি (রামপুরা) গ্রামের মৃত দুলা মণ্ডলের ছেলে।
বিজ্ঞাপন
ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহীও ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় আহত খলিল (৩০) ও রানাকে (৩০) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল বগুড়ার দিকে দ্রুতগতিতে যাচ্ছিল। পথে পান্থাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে মহাসড়ক পার হয়ে এতিমখানার দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটি পথচারী আলিমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাস্তায় ছিটকে পড়েন তিনি। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা অজ্ঞাত একটি যানবাহন আলিমকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
রিপন আকন্দ/আরকে