রাজশাহী রেঞ্জের চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ছয়টি থানায় ‘অপারেশন ফার্স্ট লাইট-২’ নামে বিশেষ অভিযান চালিয়ে ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) মধ্যরাত থেকে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি নওরোজ হাসান তালুকদার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এ তথ্য জানান।

এ সময় সংবাদ সম্মেলনে জানানো হয়- গ্রেপ্তার হওয়া ৬৪ জনের মধ্যে ১১ জন ডাকাত, ৩ জন সন্ত্রাসবিরোধী কার্যকলাপে জড়িত, একজন বিস্ফোরক আইনের আসামি, ১৮ জন ওয়ারেন্টভুক্ত, ৭ জন চিহ্নিত চোর, ১১ জন নিয়মিত মামলার আসামি এবং ১৩ জন মাদকসংশ্লিষ্ট মামলার সঙ্গে যুক্ত।

অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে একটি ধারালো রামদা, একটি লোহার ছুরি, ৪টি হাসুয়া, ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইলেকট্রিক করাত, ৮টি লোহার রড, ১০০ পিস ট্যাপেন্টাডল (মাদক), ৪৬ লিটার চোলাই মদ, ২০ পিস ইয়াবা এবং ৪৫০ গ্রাম গাঁজা।

অ্যাডিশনাল ডিআইজি নওরোজ হাসান তালুকদার বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অস্ত্র-বিস্ফোরক ও মাদক উদ্ধার এবং ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তার করাই ছিল অভিযানের মূল লক্ষ্য। এই বিশেষ অভিযানে দুই জেলার আরআরএফ ও সংশ্লিষ্ট থানা পুলিশের মোট ২৫০ জন সদস্য অংশ নেন। অভিযান চলমান থাকবে।

শাহিনুল আশিক/এআরবি