বাগানে যাওয়ায় গরুর পায়ের রগ কাটলেন প্রতিবেশী
নীলফামারীর সৈয়দপুরে মোহাম্মদ জাকারিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে বাগানের ঘাস খাওয়ায় একটি গরুর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২৩ নভেম্বর) দুপুরে শহরের কয়ানিজপাড়ায় গরুর মালিক ফারজানা বেগম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে জানা যায়, ফারজানা বেগমের পালন করা একটি গাভি ও তার বাছুর গত শনিবার সকালে খেজুরবাগ মুন্সিপাড়া মাঠে ঘাস খাচ্ছিল। এ সময় কুকুরের ভয় পেয়ে গরুগুলো রশি ছিঁড়ে পার্শ্ববর্তী কয়ানিজপাড়ার মোহাম্মদ জাকারিয়ার খোলা বাগানে ঢুকে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে জাকারিয়া গরুগুলোকে আটকে রাখেন। পরে গরুর মালিক বিষয়টি জানতে পেরে গরু নিতে গেলে জাকারিয়া গরু না দিয়ে বরং ভয়ভীতি দেখান।
বিজ্ঞাপন
এরপর তিনি ফিরে গিয়ে এক আত্মীয়কে সঙ্গে নিয়ে আবার গরু নিতে গেলে জাকারিয়া রেগে গিয়ে হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে গরুর বাম পায়ের রগে জোরে কোপ দেন। এতে গরুটির রগ কেটে যায় এবং গরুটি ছটফট করতে থাকে। পরে অসুস্থ অবস্থায় গরুটিকে বাড়িতে নিয়ে গিয়ে ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।
গরুর মালিক ফারজানা বেগম বলেন, আমার গরু তো অবুঝ প্রাণী। তাকে এভাবে কুপিয়ে পায়ের রগ কেটে ফেলেছে। আমার গরু যদি তার কোনো ক্ষতি করত, আমি ক্ষতিপূরণ দিতাম। কিন্তু তিনি প্রতিবেশী হয়েও গরুকে এভাবে আঘাত করেছেন। আমি এর বিচার চাই।
বিজ্ঞাপন
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন।
এআরবি