নারীদের পায়ে শিকল পরিয়ে ঘরে বন্দি করতে চায় একটি দল : নিপুন রায়
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল খুব সূক্ষ্ম কৌশলে নারীর হাতে-পায়ে শিকল দিতে চায়। নারীদের পায়ে শিকল পরিয়ে তারা ঘরে বন্দি করতে চায়।
তিনি বলেন, একবার বিবেক দিয়ে ভাবেন- একটা বেসরকারি প্রতিষ্ঠান যিনি ওই প্রতিষ্ঠানটি চালাবেন তিনি কি কোনো মেয়েদেরকে চাকরি দেবেন, কখনো দেবেন না। কারণ যে পাঁচ ঘণ্টা কাজ করবে তাকে যদি আট ঘণ্টার বেতন দেওয়া হয় ওই প্রতিষ্ঠানগুলো কখনো মেয়েদেরকে চাকরি দেবে না। আমি আট ঘন্টা কাজ করব না আমি পাঁচ ঘন্টা কাজ করব, আমি ঘরে থাকব নাকি আমি বাইরে থাকব সেটা নির্ধারণ করবে আমাদের নারীরাই, অন্য কেউ না।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে শেরপুর পৌর শহরের ডিজে হাইস্কুল খেলার মাঠে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনের বিএনপি প্রার্থী গোলাম মো. সিরাজের পক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী প্রচারণায় ‘জান্নাতের টিকিট’ প্রসঙ্গে নিপুন রায় চৌধুরী উপস্থিত নারীদের প্রশ্ন করেন, আপনারা কি কেউ জান্নাতের টিকিট পেয়েছেন মা-বোনেরা? জান্নাতের টিকিট পেয়েছেন? ওই টিকিটের কথা কেউ ভাববেনও না। কারণ জান্নাতের টিকিট কিংবা বেহেশতের টিকিট দেওয়ার মালিক মহান আল্লাহ তায়ালা কিংবা ঈশ্বর-ভগবান। যারা বলে অমুক মার্কায় ভোট দিলে জান্নাতে যেতে পারবেন, আমি তাদেরকে বলতে চাই ভোটটা কি শুধু মুসলিম ভাই এবং বোনেরা দেবে, হিন্দু সম্প্রদায় খ্রিস্টান বৌদ্ধ তারা কোথায় যাবে? ধর্মকে ব্যবহার করে যারা অপপ্রচার করে, অপরাজনীতি করে, তারা কখনো দেশ এবং জনগণের ভালো করতে পারে না।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অঙ্গীকার করেছেন জনগণের ভোটে যদি বিএনপি নির্বাচিত হয় প্রতিটি পরিবারে নারী প্রধানের নামে একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই ফ্যামিলি কার্ড দিয়ে আপনি আপনার প্রতিমাসে সাংসারিক নিত্য প্রয়োজন কিনতে পারবেন কিংবা অর্থ পাবেন ২০০০ থেকে ৩০০০ টাকার মধ্যে এবং তার মধ্য দিয়ে আপনি আপনার পরিবারের পুরুষ সদস্যকে যার আয় রোজগারের উপর ভিত্তি করে আপনার সংসার পরিচালনা হয়, আপনি সেই পুরুষ সদস্যকে আপনি সহায়তা করতে পারবেন সাহায্য করতে পারবেন।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে নিপুন রায় চৌধুরী বলেন, আপনারা নিজেদেরকে কখনো সংখ্যালঘু ভাববেন না। আপনারা বাংলাদেশি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। বিগত সময় ফ্যাসিস্ট সরকারের আমলে হিন্দুদেরকে কোনো মূল্যায়ন করা হয় নাই। তারা হিন্দুদের বাড়িঘর দখল করেছে। প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে আমরা প্রতিবেদন দাখিল করেছিলাম। কিন্তু ফ্যাসিস্ট সরকার সেই প্রতিবেদন গ্রহণ করে নাই।
সমাবেশে উপস্থিত নারীদের তিনি বগুড়া-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার আহ্বান জানান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
সেলিমা রহমান বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে শিক্ষার বিনিময়ে খাদ্য, উপবৃত্তিসহ নানা কর্মসূচির মাধ্যমে আমাদের মেয়েদের শিক্ষার পথ উন্মুক্ত করেছিলেন। আজ আপনাদের সন্তানরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, পাইলট, রাজনীতিবিদ— কেউবা ভবিষ্যতের প্রধানমন্ত্রী হবেন। আমরা হয়তো থাকব না, কিন্তু দেশ গড়ার প্রধান হাতিয়ার আপনাদের হাতেই। আপনারাই সেই শক্তি, এই শক্তি দিয়েই ধানের শীষের বিজয় নিশ্চিত করুন।
সমাবেশে আরও বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, নেতা আসিফ সিরাজ রব্বানি, সহ-সভাপতি পিয়ার হোসেন পিয়ার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, যুগ্ম সম্পাদক তৌহিদুজ্জামান পলাশ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রসিদ আপেল, যুবদলের আহ্বায়ক আশরাফুদৌলা মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউসার কলিন্স প্রমুখ।
আরএআর