সাভারে বেসরকারি হাসপাতালের ভবনে আগুন
সাভারে রহমান ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নামে একটি হাসপাতালের ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের ঘটনায় তাৎক্ষণিক ভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় ওই হাসপাতাল ভবনের আন্ডারগ্রাউন্ডের দোকানে আগুন লাগে।
বিজ্ঞাপন
রাত দেড়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করে ডাম্পিংয়ের কাজ করছে বলে জানিয়েছে।
হেমায়েতপুর ট্যানারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার তানভীর আহমেদ ঢাকা পোস্টকে বলেন, রাত সাড়ে ১১ টার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নে হেমায়েতপুর এলাকায় রহমান হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ভবনে আগুনের খবর আসে। পরে হেমায়েতপুর ট্যানারি ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
“হাসপাতালের ৫ তলা ভবনের নিচ তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকান আগুনে পুড়ে গেছে। তবে এখনো কোনও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। কারণ এখনও ডাম্পিং কাজ চলছে এবং অনেক ধোঁয়া বের হচ্ছে । ডাম্পিংয়ের কাজ শেষে ক্ষয়ক্ষতির পরিমান ও আগুন লাগার কারণ জানা যাবে।”
লোটন আচার্য্য/এসএমডব্লিউ