চলন্ত পিকআপ ভ্যানে হঠাৎ আগুন
সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে একটি চলন্ত পণ্যবাহী পিকআপ ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কামারখন্দের বালুকুল এলাকায় বগুড়াগামী লেনে এ আগুনের সূত্রপাত হয়।
ঘটনার পরপরই কামারখন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছে প্রায় ১৫ থেকে ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
জানা গেছে, পিকআপ ভ্যানটিতে হঠাৎ আগুন দেখা দিলে স্থানীয়রা দৌড়ে এগিয়ে যান। আগুন লাগার সঙ্গে সঙ্গেই চালক দ্রুত গাড়ি থেকে নেমে সরে যান। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
কামারখন্দ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মাসুদ রানা বলেন, গাড়িটিতে বাড়ির বিভিন্ন আসবাবপত্র ছিল, তবে চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাটারি বা যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
বিজ্ঞাপন
নাজমুল হাসান/আরকে