নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও এক জন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩০-এ। এ সময় নতুন করে ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৫৬৯-এ।

বুধবার (২৩ জুন) রাত ১১টা ৪০ মিনিটে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

সিভিল সার্জন জানান, নোয়াখালীর ল্যাবে ৪১৩টি নমুনা পরীক্ষায় ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ৫৭ জন, সুবর্ণচরে ২ জন, হাতিয়ায় ১ জন, বেগমগঞ্জে ২৬ জন, সোনাইমুড়ীতে ২ জন, চাটখিলে চার জন, সেনবাগে ৩ জন, কোম্পানীগঞ্জে ৮ জন এবং কবিরহাটে ১৫ জন রয়েছেন।

এ নিয়ে নোয়াখালীতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ হাজার ৫৬৯ জন। যার মধ্যে সদরের ৪ হাজার ৫০ জন আর বিভিন্ন উপজেলার ৬ হাজার ৫১৯ জন রয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১৩০ জনের। যার মধ্যে সদরের ২৪ জন আর বিভিন্ন উপজেলার ১০৬ জন।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ জুন থেকে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে ৭ দিনের লকডাউন ঘোষণা করে জেলা করোনা প্রতিরোধ কমিটি। কিন্তু সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকায় দ্বিতীয় দফায় গত ১২ জুন আরও ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করে ওই কমিটি।

দুই দফায় ১১ দিনের লকডাউন শেষ হলেও কমছে না আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই বাড়ছে নতুন সংক্রমণ। শনাক্তের হার শতকরা ২০ ভাগের নিছে নামছে না। ফলে পরিস্থিতির উন্নতি না হওয়ায় এখন চলছে তৃতীয় সপ্তাহের কঠোর লকডাউন, যা চলবে ২৫ জুন রাত ১২টা পর্যন্ত।

হাসিব আল আমিন/এনএ