গুলি করে হত্যার পর বাংলাদেশি যুবকের মরদেহ নিয়ে গেল বিএসএফ
চুয়াডাঙ্গার গয়েশপুর সীমান্তে শহিদুল ইসলাম নামে এক বাংলাদেশিকে হত্যার পরে মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত শহিদুল গয়েশপুর গ্রামের নষ্কর মালিতার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
মহেশপুর ৫৮ বিজিবি জানায়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবক সীমান্তের শূন্য রেখা পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে বিএসএফের দুই সদস্য তাকে ধাওয়া দিলে উভয়ের মাঝে মারামারির ঘটনা ঘটে। এ সময় বিএসএফ গুলি চালালে শহিদুল ইসলাম নিহত হন। পরে বিএসএফ মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
বিজ্ঞাপন
আব্দুল্লাহ আল মামুন/আরএআর