সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় পিরোজপুরের নেছারাবাদে ছারছীনা দরবার শরীফে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিলের প্রথম দিন বাদ মাগরিব এ দোয়া অনুষ্ঠিত হয়।

আমিরে হিযবুল্লাহ ও দরবার শরীফের পীর আলহাজ হজরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) লাখো মুসুল্লি সঙ্গে নিয়ে এই দোয়া পরিচালনা করেন।

‎দোয়া মাহফিলে পীর সাহেব বলেন, পথহারা ও দিশেহারা মানবজাতিকে হেদায়াতের পথে আনতে মহান আল্লাহ তায়ালা যুগে যুগে নবী–রাসূল পাঠিয়েছেন। আমরা শেষ নবী হজরত মুহাম্মাদ (সা.)-এর উম্মত। তিনি সত্য-মিথ্যার পার্থক্য, নাজাতের পথ ও আল্লাহর নৈকট্য অর্জনের শিক্ষায় আমাদের পথপ্রদর্শক। রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি মহব্বত ছাড়া ঈমান পূর্ণতা পায় না। এ মহব্বতই মুমিনের আমল উন্নত করে এবং আখিরাতে মহান সাফল্যের কারণ হয়।

‎তিনি আরও বলেন, নবীজির প্রতি ভালোবাসা শুধু মুখের কথা নয় বরং তা জীবনের সবকিছুর ওপর প্রাধান্য দিয়ে তার সুন্নাহ ও আনুগত্যের মাধ্যমে প্রকাশ ঘটাতে হবে।

‎শনিবার মাহফিলের প্রথম দিন ছিল। রোববার (৩০ নভেম্বর) মাহফিলের দ্বিতীয় দিনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা ছিল। তবে বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে এ মাহফিলে আগমন বাতিল করা হয়। সোমবার বাদ জোহর আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে।

‎‎শাফিউল মিল্লাত/এএমকে