জেসিআই'র ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ সামিট সম্পন্ন
দেশের অর্থনৈতিক সম্ভাবনা ও বৈশ্বিক পরিচিতি জোরদারের প্রত্যয় নিয়ে সফলভাবে শেষ হলো জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী ‘ব্র্যান্ডিং বাংলাদেশ সামিট ২০২৫’।
গত শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর হল ২-এ অনুষ্ঠিত এই সামিটে শিল্প, কূটনীতি, উন্নয়ন খাত ও উদ্যোক্তা জগতের ৫০০-এরও বেশি প্রতিনিধি অংশ নেন।
বিজ্ঞাপন
সামিটের মূল প্রতিপাদ্য ছিল “ব্র্যান্ডিং বাংলাদেশ: ফ্রম লোকাল স্ট্রেংথ টু গ্লোবাল স্টেজ”, যা স্থানীয় সক্ষমতা কাজে লাগিয়ে দেশকে বিশ্ব দরবারে তুলে ধরার জাতীয় আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।
সামিটে বাংলাদেশের দ্রুত পরিবর্তনশীল অর্থনীতির গুরুত্বপূর্ণ ছয়টি খাত নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল ব্যাংকিং ও ফিনটেক, হসপিটালিটি ও লাইফস্টাইল, মেড ইন বাংলাদেশ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও টেকনোলজি, এবং আইএনজিও ও ডেভেলপমেন্ট। এছাড়াও, তরুণদের উদ্ভাবনী শক্তি প্রদর্শনের জন্য জেসিআই-এর ফ্ল্যাগশিপ প্রোগ্রাম জেসিআই ইন বিজনেস (জেআইবি) ও জেসিআই রাইজ আয়োজিত হয়।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর নাহিয়ান রহমান রোচি, যিনি দেশের বিনিয়োগ সম্ভাবনা ও উদ্ভাবনের ওপর জোর দেন।
সামিটটির উদ্বোধন করেন জেসিআই বাংলাদেশ জাতীয় সভাপতি কাজী ফাহাদ। তিনি বাংলাদেশের ব্র্যান্ডিং এবং বিভিন্ন সেক্টরের মধ্যে সম্মিলিত সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
আয়োজনের নেতৃত্ব দেন ইভেন্ট অ্যাডভাইজার তাসহীন আজিম শেজান। ইভেন্ট ডিরেক্টর হিসেবে ছিলেন মুহাম্মাদ আলতামিশ নাবিল ও ইরফান উদ্দিন।
এমএএস