পাবনার ঈশ্বরদীতে আটটি জীবিত কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরের পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়নের বিরুদ্ধে। এ নিয়ে উপজেলাজুড়ে নানা সমালোচনা শুরু হয়েছে। তবে নিজেকে বাঁচাতে স্ত্রীকে দোষারোপ করছেন অভিযুক্ত হাসানুর রহমান নয়ন।  

গতকাল রোববার (৩০ নভেম্বর)  রাতের কোনো এক সময় কুকুর ছানাগুলোকে বস্তাবন্দি করে পানিতে ফেলে দেওয়া হয়। সোমবার (০১ ডিসেম্বর) সকালে তাদের মরদেহ পাওয়া যায়৷ 

সরেজমিনে দেখা যায়, শ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে মাটিতে পড়ে আছে ৮টি কুকুর ছানার নিথর দেহ। অসহায় হয়ে দাঁড়িয়ে আছে মা কুকুর।  

জানা গেছে, দীর্ঘদিন ধরেই ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের একটি কোনায় থাকতো এই কুকুর। কুকুরটি বিশ্বস্ত হওয়ায় মানুষজন তাকে খুব ভালোবাসে। নাম দিয়েছিল টম। এক সপ্তাহ আগে টম আটটি বাচ্চা প্রসব করে। ভালোই চলছিল সব। ৷ রোববার (৩০ নভেম্বর) সকাল থেকে পাগলপ্রায় অবস্থায় কান্না আর ছোটাছুটি করতে দেখা যায় মা কুকুরকে। পরে খোঁজ নিয়ে জানা যায় তার বাচ্চাদের না পেয়ে ছোটাছুটি করছে মা কুকুর। এদিকে কুকুরের বাচ্চাগুলো না পেয়ে খোঁজাখুজি শুরু করেন উপজেলা অফিসের কর্মকর্তা কর্মচারীরা। পরে তারা জানতে পারেন উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা ও তার স্ত্রী মিলে বস্তাবন্দি করে আটটি কুকুরের বাচ্চা পুকুরের পানিতে ফেলে দিয়েছেন। মরদেহ উদ্ধারের পর সোমবার দুপুরে কুকুরের বাচ্চাগুলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের পাশে মাটির নিচে পুতে রাখেন উপজেলা অফিসের কর্মচারীরা৷ 

স্থানীয় বাসিন্দা সাগর হোসেন রনি বলেন, নিঃসন্দেহে কুকুর ছানাগুলোকে হত্যা অপরাধ। যে নিরীহ পশুকে হত্যা করতে পারে সে মানুষকেও খুন করতে পারে। জীবিত কুকুর ছানাকে এভাবে নির্মমভাবে হত্যার সুষ্ঠু বিচার দাবি জানান তিনি। 

এদিকে নিজেকে বাঁচাতে সব দোষ স্ত্রীকে দিলেন অভিযুক্ত হাসানুর রহমান নয়ন। তিনি বলেন, আমি এ হত্যাকাণ্ড ঘটায়নি। আমার স্ত্রী এই কাজ করেছে। আমি খবর জানতে পেরে স্ত্রীকে অনেক বকাবকি করেছি। 

এ সব বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি বলেন, এ ঘটনা আমি শুনেছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

রাকিব হাসনাত/আরএআর