রংপুরের শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজে ছাত্র সংসদ (কাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। চলতি মাসের ১৭ ডিসেম্বর ছবিযুক্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্বাচন আয়োজনের অনুমতি পাওয়ার সাথে সাথেই নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানানো হয়েছে। তবে তফসিল ও চূড়ান্ত নির্বাচনের তারিখ কবে ঘোষণা করা হবে- সেটি রোডম্যাপে বলা নেই।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ রোডম্যাপ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক রোডম্যাপে বলা হয়েছে- প্রতিটি শিক্ষার্থীর আইডি কার্ড নিশ্চিত করা হবে চলতি মাসের ১১ ডিসেম্বর। এরপর ১৭ ডিসেম্বর ছবিযুক্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার সাথে সাথেই নির্বাচন কমিশন গঠন করা হবে এবং কমিশন গঠনের দুই সপ্তাহের মধ্যে ছবিযুক্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের এক সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার ২০ দিনের মধ্যে ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কলেজ প্রশাসন বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়, মাউশি এবং স্থানীয় প্রশাসনকে অবগত করেছে। একইসাথে নির্বাচন আয়োজনের অনুমতির জন্য মন্ত্রণালয়ের কাছে আবেদন জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ঘোষিত তারিখের আগেই যদি মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়া যায়, তবে এই নির্বাচনী রোডম্যাপ পরিবর্তন করে সময় এগিয়ে আনা হতে পারে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকে দ্রুত অনুমতি পাওয়ার জন্য কলেজ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এদিকে মঙ্গলবার সকাল থেকেই কাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের সাথে সংহতি জানিয়ে যোগ দেন বিভিন্ন ছাত্র সংগঠনের কলেজ শাখার নেতাকর্মী ও সমর্থকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এরই মধ্যে অধ্যক্ষের কার্যালয়ে ঢুকে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায়ে তারা অধ্যক্ষকে অবরুদ্ধ করে বিভিন্ন স্লোগান দেন। পরে শিক্ষার্থীদের দাবি-দাওয়ার কথা শুনে অধ্যক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনদের সাথে আলোচনা সাপেক্ষে কাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আশ্বাস দেন। এরপরই বহুল প্রতীক্ষিত কাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, কারমাইকেল কলেজে ১৯৯০ সালে শেষবারের মতো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ছাত্র সংসদ ভেঙে দেওয়ার পর আর নির্বাচন হয়নি। দীর্ঘ ৩৫ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকায় শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, গণতান্ত্রিক চর্চা ও অধিকার আদায়ের প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

১৯১৬ সালে প্রতিষ্ঠিত এই কলেজের ১৯টি বিভাগে বর্তমানে শিক্ষার্থী প্রায় ৩০ হাজার। তিন দশকেরও বেশি সময় ধরে নির্বাচন না হওয়াতে ছাত্র সংসদের (কাকসু) তহবিলে প্রায় ১ কোটি টাকা  অলস পড়ে আছে বলে জানা গেছে।

ফরহাদুজ্জামান ফারুক/আরএআর