বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবদল নেতা ও তার চারজন সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

সোমবার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট (ইসলামপুর) মধ্যপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— এলাঙ্গী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়া (৪০), ঈশ্বরঘাট গ্রামের মৃত দুলাল প্রামাণিকের ছেলে স্বপন মিয়া (২৮), বেলকুচি গ্রামের মৃত মফিজ শেখের ছেলে কালাম শেখ (৫৮) এবং থারাকান্দির মৃত মতিয়ার রহমানের ছেলে ইমরুল কাদের সেলিম (৪৮)।

বিষয়টি নিশ্চিত করেন ডিবির ওসি ইকবাল বাহার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চারজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে কালাম শেখ, ইমরুল কাদের সেলিম ও উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলা ছিল। নতুন করে ধুনট থানায় মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএন