সিরাজগঞ্জের তাড়াশে প্রেমের জেরে আয়নাল শেখ (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিকার দুই ভাইকে আটক করেছে থানা পুলিশ। আটকের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোররাতে দেশিগ্রাম এলাকা থেকে দুই ভাইকে আটক করা হয়। আটককৃতরা হলেন- একই গ্রামের বাহের আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৫) ও নুর ইসলাম স্বপন (৩২)। নিহত আয়নাল শেখ একই গ্রামের মৃত বাদশা শেখের ছেলে।

জানা যায়, বুধবার (৩ ডিসেম্বর) প্রেমিকার বাড়ির দিকে যাচ্ছিলেন আয়নাল। পথে মেয়ের বাবা বাহের আলী ও বাহেরের দুই ছেলে জামিরুল ও স্বপন তাকে আটকিয়ে নিষেধ করতে গেলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা আয়নালকে মারধর করে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে রেফার্ড করা হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আয়নাল। 

তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান ঢাকা পোস্টকে বলেন, আজ ভোররাতে দুই ভাইকে আটক করা হয়েছে৷ মামলা এখনো হয়নি, তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷ 

নাজমুল হাসান/এআরবি