অবশেষে জেলার রাজনৈতিক মহলে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কক্সবাজার-২ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে ২৩৭ আসনের পর আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বঙ্গোপসাগরে বুকে দাঁড়িয়ে থাকা দুই দ্বীপ উপজেলা মহেশখালী ও কুতুবদিয়া নিয়ে গঠিত কক্সবাজার-২ আসন। এই আসনে আলমগীর ফরিদ ধানের শীষ প্রতীক নিয়ে ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সিরাজুল মোস্তফাকে ১২ হাজার ২ ভোটের ব্যবধানে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন, যেখানে তিনি পেয়েছিলেন ৪৪ হাজার ৪৪৫ ভোট। 

২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ফরিদুল ইসলাম চৌধুরীকে ৫৪ হাজার ৩১৩ ভোটের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সেসময় তার প্রাপ্ত ভোট ছিল ১ লাখ ৩ হাজার ৫০৩টি। তিনি বর্তমানে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্বরত আছেন।

এই আসনে কেন্দ্রীয় সহকারী জেনারেল হামিদুর রহমান আযাদকে মনোনয়ন দিয়েছে জামায়াত।

ইফতিয়াজ নুর/আরকে