মাদারীপুর-২ আসনে হেলেন জেরিন খানকে বিএনপির মনোনয়ন না দেওয়ায় ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছেন তার সমর্থকরা।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডে এ অবরোধ করা হয়। এ সময় প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয়পাশে দুই কিলোমিটারের বেশি যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন দূরদূরান্তের যাত্রী ও চালকরা।

অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন মাদারীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি (একাংশ) ও বিএনপি নেতা মোফাজ্জল হোসেন সান্টু। এতে বিএনপি ও বাস মালিক সমিতির বিভিন্ন নেতাকর্মীসহ শ্রমিকরা অংশগ্রহণ করেন।

দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর জেলার দুটি আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মনোনয়ন স্থগিত থাকা মাদারীপুর-১ (শিবচর) আসনে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তারকে ও মাদারীপুর-২ (সদরের একাংশ ও রাজৈর) আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানকে মনোনীত করা হয়। এদিকে প্রার্থিতা থেকে বাদ পড়েন একাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার আসায় দীর্ঘদিন যাবত রাজপথে নেমে মিছিল ও সমাবেশ করে আসছিলেন কেন্দ্রীয় বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক হিমেল আল ইমরান। এ ছাড়া, বেশ কয়েকজন স্থানীয় বিএনপি নেতা গণসংযোগ চালান।

মাদারীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি (একাংশ) মোফাজ্জল হোসেন সান্টু বলেন, মাদারীপুর-২ আসনে হেলেন জেরিন খানকে মনোনয়ন না দেওয়া হলে আমরা লাগাতার অবরোধ কর্মসূচি পালন করবো। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। আগামীতে অর্ধদিবস হরতাল, এরপরে পূর্ণদিবস হরতাল। এমনি করে সাধারণ মানুষের দালালমুক্ত বিএনপি করে ছাড়বো, এটাই আমাদের আসা।

এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে মাদারীপুর-২ আসনের মনোনয়ন পুনরায় বিবেচনা করার দাবি জানানো হয় এবং একইসঙ্গে মনোনয়ন দেওয়ার আগে গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য জেনে নেওয়া আহ্বানও জানান তিনি।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহাসিন ঢাকা পোস্টকে বলেন, বিএনপি নেত্রী হেলেন জেরিন খানের কিছু নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা অবরোধ তুলে নেন। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর দুপুরে বিএনপির পক্ষ থেকে মাদারীপুরের দুটি আসনের প্রার্থী ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লার নাম এবং মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদরের একাংশ) আসনে কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদারের নাম ঘোষণা করা হয়। পরে মাদারীপুর-১ আসনের কামালকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠলে তার মনোনয়ন স্থগিত করা হয়। তখন মাদারীপুর-২ (রাজৈর ও সদর উপজেলা) আসন ফাঁকা রাখা হয়।

আকাশ আহম্মেদ সোহেল/এএমকে